বাঁকুড়াঃ গ্রামের প্রাইমারী স্কুল সংলগ্ন রাস্তাকে কেন্দ্র করে দু'পাড়ার সংঘর্ষের ঘটনায় আহত তিন। বাঁকুড়ার ইন্দপুর থানা এলাকার হাটগ্রামের ঘটনা। ঐ ঘটনায় আহত তিন জনের মধ্যে দু'জন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, হাটগ্রামের নামো পাড়া ও উপর পাড়ার মধ্যে প্রাইমারী স্কুলের সামনের একটি রাস্তাকে কেন্দ্র করে দু'পক্ষের ঝামেলা দীর্ঘ দিনের। সম্প্রতি নামো পাড়ার মানুষ ঐ জায়গা তাদের দাবী করে রাস্তার একাংশে বেড়া দিয়ে দেয়। সোমবার রাতে ঐ বেড়া কেউ বা কারা খুলে ফেলে দিলে মঙ্গলবার সকালে ঝামেলার সূত্রপাত। দু'পাড়ার মধ্যে এই ঝামেলা শেষ পর্যন্ও হাতাহাতি ও ইঁট বৃষ্টির পর্যায়ে পৌঁছে যায়। ঘটনার খবর পেয়ে গ্রামে পৌঁছায় ইন্দপুর থানার পুলিশ।
ঐ ঘটনায় তিনি নিজেও আহত দাবী করে গ্রামবাসী দীনবন্ধু কুণ্ডু বলেন, গুরুপদ নন্দী ও জীতেন দত্তের অবস্থা গুরুতর। তারা এখন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। আর এক গ্রামবাসী বিপত্তারণ খাঁ বলেন, রাস্তার যে জায়গা নামোপাড়ার লোক নিজেদের বলে দাবী করছে আদতে তা সরকারী কাগজপত্রে 'সর্বসাধারণে ব্যবহারের জায়গা' বলে উল্লেখ আছে। প্রথমে উত্তপ্ত বাক্যবিনিময় ও পরে তা হাতাহাতি ও ইঁট বৃষ্টিতে পরিনত হয় বলে তিনি জানান।
যদিও পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় কোন পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি বলে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত হবে বলে পুলিশ জানিয়েছে।