বাঁকুড়াঃ এই মুহূর্তের বড় খবর। করোনা আক্রান্তের হাত থেকে বাদ গেলনা বাঁকুড়া শহরও। এই প্রথম করোনা আক্রান্ত হলো শহর বাঁকুড়াও। শহরের কমরার মাঠ এলাকার বাসিন্দা মহারাষ্ট্র ফেরৎ এক মহিলা করোনা পজিটিভ বলে জানা গেছে। বিশেষ সূত্রে খবর, গত ৬ জুন মহারাষ্ট্র থেকে ঐ মহিলা বাঁকুড়ায় ফেরেন। তখনই তার লালারসের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার ঐ রিপোর্ট বাঁকুড়ায় এসে পৌছালে তড়িঘড়ি তাকে ওন্দা কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা হবে। যদিও প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের তরফে এবিষয়ে এখনো কিছুই জানানো হয়নি। তবে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত বুলেটিনে এদিন জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭১ জন বলে জানানো হয়েছে।
Thursday, June 11, 2020

বাঁকুড়া শহরে করোনার থাবা,আতঙ্ক নয় সতর্ক থাকুন
Grid Style
GRID_STYLE