সংবাদদাতা : কোভিডের পাশাপাশি এবার আমফান ত্রাণে বড় ভূমিকা নিল কলকাতার স্বামী নারায়নান মন্দির। জোকাস্থিত এই মন্দিরের সদস্য কুণাল রায়ের নেতৃত্বে আমফানে ক্ষতিগ্রস্ত বিষ্ণুপুর থানা এলাকার ভাসা, খড়িবেড়িয়া, কাজিরহাট, বাগি, সামালি প্রভৃতি ৪৫টি গ্রামের দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন। প্রায় ৬০০ পরিবারের হাতে ত্রিপল ও ত্রাণ তুলে দেওয়া হয়। কুণাল রায় বলেন, “স্বামী নারায়নানের নির্দেশে মহন্ত স্বামী মহারাজের উৎসাহে ও ঈশ্বরতরণ স্বামীর সহযোগিতায় এই ত্রাণ দানের কাজ হয়েছে।” দুর্গতরা জানিয়েছেন, আমফানে মাথার ছাদ উড়ে যাওয়ার পর বর্ষার আগে এই ত্রাণ তাঁদের বাঁচতে সাহায্য করবে। মুখ্যমন্ত্রীর আমফান ত্রাণ তহবিলেও পঁচ লক্ষ টাকা তুলে দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। শুধু এ রাজে্যর আমফান নয়, করোনা আবহে সারা দেশে ছয় লক্ষ সাত হাজারের বেশি মানুষকে খাবার দেওয়ার পাশাপাশি প্রায় ষাট লক্ষ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে জোকার স্বামী নারায়নান মন্দির কতৃর্পক্ষ। ৩০ হাজার মাস্কও বিতরণ করা হয়েছে সংস্থার পক্ষ থেকে।
Tuesday, June 16, 2020

বিপন্ন মানুষদের সহযোগিতায় কলকাতার স্বামী নারায়নান মন্দির
Grid Style
GRID_STYLE