বাঁকুড়াঃ তেলেভাজার দোকানে গ্যাস সিলিণ্ডারে আগুন লেগে ভষ্মীভূত হয়ে গেল তিনটি মোটর বাইক। একই সঙ্গে গ্রামের লাইব্রেরীর দরজা সহ বেশ কিছু বইপত্র আগুনে পুড়ে যায়। শনিবার রাতে বাঁকুড়ার কেঞ্জাকুড়া গ্রামের কর্মকার পাড়ার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, কেঞ্জাকুড়া মাতৃশ্রী লাইব্রেরীর বারান্দায় এক ব্যক্তি দীর্ঘ দিন ধরেই চপ-তেলে ভাজার দোকান করতেন। প্রতিদিনকার মতো এদিন বিকেলেই ঐজায়গায় দোকান সাজিয়ে বসেছিলেন তিনি। তারপরই রাতে কোন কারণে গ্যাস সিলিণ্ডারে আগুন লেগে যায়। দ্রুততার সঙ্গে ঐ আগুন ছড়িয়ে পড়লে ঐ এলাকায় থাকা তিনটি মোটর বাইক ও মাতৃশ্রী লাইব্রেরীর দরজা সহ ভেতরে থাকা বেশ কিছু বই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
গ্রামের মানুষ নিজেদের চেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।