সংবাদদাতা : "আমফান" ঘূর্নিঝড়ে বিধ্বস্ত গোটা পূর্ব মেদিনীপুর জেলা। তারমধ্যে উল্লেখযোগ্য হলদিয়া,নন্দীগ্রাম ও খেজুরির বিস্তীর্ন এলাকা। পাশাপাশি সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঘূর্নিঝড়ের প্রভাবও পড়েছেব্য। ইতিমধ্যে রাজ্যের পরিবহণ,সেচ ও জলসম্পদ মন্ত্রী হলদিয়া,নন্দীগ্রামের বিধ্বস্ত এলাকা পরিদর্শন করার পাশাপাশি দুর্গতদের ত্রিপল ও ত্রাণ তুলে দিয়েছেন। এবার মন্ত্রী রামনগর এলাকার দুর্গতদের ত্রিপল পাঠালেন। মন্ত্রী শুভেন্দু অধিকারীর পাঠানোর ত্রিপল রামনগরের বিভিন্ন এলাকার "আমফান" ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে মঙ্গলবার বিতরণ করেন রামনগর এলাকার বামফ্রন্টের প্রাক্তন বিধায়ক তথা মৎস্যজীবী নেতৃত্ব স্বদেশরঞ্জন নায়ক,রামনগর এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খালেক কাজী,আদিত্য রাণা। ক্ষতিগ্রস্তরা এদিন মন্ত্রীর পাঠানো ত্রিপল পেয়ে খুশি।
মন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার আমফান বিধ্বস্ত উপকূলবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়িতে বাড়িতে ত্রিপল বিতরন শুরু হল মঙ্গলবার থেকে। এদিন রামনগর ১ ও ২ নং ব্লক, কাঁথি ১ নং ব্লক, নন্দীগ্রাম ১ ও ২ ব্লকের দুর্গত পরিবার গুলিকে ত্রিপল বিতরণ করার মধ্যে দিয় কর্মসূচীর সূচনা হয়। লক্ষ্যমাত্রা রয়েছে এক লক্ষ দুর্গতদের হাতে ত্রিপল পৌঁছে দেওয়া। আগামীদিন হলদিয়া, সুতাহাটা, খেজুরি, দেশপ্রান ব্লক সহ অন্যান্য ব্লকগুলিতে ত্রিপল বিতরণ করা হবে। এভাবে আগামী কয়েক দিনের মধ্যে মোট এক লক্ষ ত্রিপল দুঃস্থ পরিবারগুলির হাতে তুলে দেওয়া হবে। মন্ত্রীর উদ্যোগে অতি দুঃস্থ পরিবারগুলির হাতে পাঁচ দিনের খাদ্যসামগ্রী ও তুলে দেওয়া হয়েছে।
![]() |
বিজ্ঞাপন বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 8617621499 |