সংবাদদাতা : লকডাউনের ফলে কর্মহীন হওয়া অসহায় কিছু দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ালো পান্থপাদপ। রবিবার পশ্চিম মেদিনীপুর ধর্মা পান্থপাদপ সোসাইটির উদ্যোগে মেদিনীপুরের পালবাড়িতে একটি ছোট ত্রাণশিবিরের মাধ্যমে কালগাং এলাকা থেকে উপস্থিত হওয়া ১৬ টি অসহায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
![]() |
বিজ্ঞাপন |
পান্থপাদপের পক্ষে উপস্থিত ছিলেন দিব্যেন্দু সাহা, সন্দীপ জানা, দেবব্রত দত্ত, তরুণ শ্যামল, তপন মন্ডল সহ অন্যান্যরা।এটি ছিল পান্থপাদপের তরফে ষষ্ঠ পর্যায়ের ত্রাণ বিতরণ কর্মসূচী। এর আগে সংগঠনের তরফে পাঁচটি। পর্যায়ে গোয়ালতোড়, বড়কলা, খয়েরুল্লাচক , সবং,কেরানীচটি এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার ত্রাণ হিসেবে সরিষা তেল,হলুদ,আলু,পেঁয়াজ সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পান্থপাদপের পক্ষ থেকে তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন