সংবাদদাতা: করোনার কারণে লকডাউনের প্রভাবে দেশজুড়ে কমবেশি সমস্যায় রয়েছেন সব মানুষই। তারমধ্যে সবচেয়ে বেশি সমস্যায় রয়েছেন সম্ভবত পরিযায়ী শ্রমিকরা। এবার সেই ঘরে ফেরার পথে থাকা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মাণিকলাল দাস মেমোরিয়াল ফাউন্ডেশন।
এদিনের কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক ডঃ নকুল মন্ডল, সদস্য সঞ্জয় মান্না,অনির্বাণ সাঁতরা, সঞ্জয় বিশ্বাস, স্বাত্তিক সাসমল, মিলন রায়,কৌশিক সাহা, বীরেন ঘোষ ও দেবালয় নন্দী প্রমুখ। উল্লেখ্য এটি ছিল সংস্থার উদ্যোগে ত্রাণ বিলির দ্বাদশ পর্যায়। সম্পাদক নকুল মন্ডল জানান, সদস্য-সদস্যা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় তাঁরা আগামী দিনেও আরও কিছু মানুষের পাশে দাঁড়াতে চান। উল্লেখ্য এর আগে ১১টি পর্যায়ে সংগঠনের পক্ষ থেকে মেদিনীপুর শহর ও শহর সংলগ্ন বিভিন্ন ব্লকের গ্রামীণ এলাকায় যেমন একহাজারের কাছাকাছি মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ত্রাণ হিসেবে তুলে দেওয়া হয়েছে, তেমনি রান্নকরা খাবারও বিতরণ করা হয়েছে প্রায় দু'হাজারের কাছাকাছি মানুষের মধ্যে।