সংবাদদাতা : ফের এগরায় করোনা আতঙ্ক ছড়ালো। এবারও সেই পরিযায়ী শ্রমিক। গত কয়েকদিন আগে সুরাট থেকে একটি লরীতে করে ৪২জন পরিযায়ী শ্রমিক ফেরে। তারমধ্যে ২৬জন পরিযায়ী শ্রমিক ছিল এগরা ও তার পার্শবর্তী এলাকার।
গত ২১মে এগরা পুরসভার ১নম্বর ওয়ার্ড কসবাএগরা গ্রামের বাসিন্দা তথা সুরাট থেকে ফেরা পরিযায়ী শ্রমিকের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তার পরেই এগরা শহরে ফের করোনা আতঙ্ক নতুন করে দানা বাঁধতে শুরু করে। এদিকে বিষয়টি নজরে আসার পরেই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে করোনা আক্রান্ত পরিযায়ী শ্রমিককে ইতিমধ্যে পাঁশকুড়ার বড়মা হাসপাতালে পাঠানো হয়। তার সংস্পর্শে থাকা আরো পাঁচজন পরিযায়ী শ্রমিককে চন্ডীপুর হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। করোনা আক্রান্তের সঙ্গে একই লরীতে আসা বাকি পরিযায়ী শ্রমিকদের খোঁজ চালানো হচ্ছে। ওই গাড়ী এলাকার কিছু পরিযায়ী শ্রমিক বাড়ী ফিরেছে বলে প্রশাসনিক সূত্রে খবর। তাদের খোঁজ চালাচ্ছে স্বাস্থ্য দফতর।