সংবাদদাতা : ভগবানপুর ১ ব্লকের কাজলাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার নারায়নদাড়ি গ্রামে করোনা পজিটিভ পাওয়া গেল। এই পরিযায়ী শ্রমিক দিন কয়েক আগে মুম্বাই থেকে বাড়ি ফিরেছেন। এসে ছিলেন নারায়নদাড়ি প্রাথমিক বিদ্যালয়ে।
আজ তার রিপোর্ট পজিটিভ এসেছে। আজ স্বাস্থ্য দফতরের কর্মীরা করনা আক্রান্ত ওই পরিযায়ী শ্রমিককে চিকিৎসার জন্য পাঁশকুড়ার বড়মা হাসপাতালে পাঠিয়েছে। পর পর পরিযায়ী শ্রমিকদের করোনা পজিটিভ আসায় ভগবানপুরের বিভিন্ন জায়গায় বাড়ি ফেরা পরিযায়ী শ্রমিকদের নিয়ে উদ্বেগ বাড়ছে এলাকার মানুষের মধ্যে।