সংবাদদাতা
: কাঁথি ও রামনগরে করোনা আতঙ্ক। আতঙ্কিত এলাকাবাসীরা এলাকায় বসিয়েছে বাঁশের ব্যারিকেড। পূর্ব
মেদিনীপুর জেলার কাঁথির করকুলি শিব
মন্দিরের পাশের বাসিন্দা এক
বৃদ্ধা করোনায় আক্রান্ত হয়েছেন। এই বৃদ্ধা গলব্লাডারে
পাথর থাকায় কাঁথি মেছেদা বাইপাশের কাছে এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎস্যাধীন ছিলেন। সেখান
থেকে সুস্থ হয়ে বাড়ি
ফেরেন। কিন্তু
ফের অসুস্থ হওয়ায় তাঁকে
কাঁথি বাইপাশের এই বেসরকারি হাসপাতালে
ভর্তি করা হয় ।সেখানে সুস্থ না
হওয়ায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে
স্থানান্তরিত করা হয়।
সেখান
থেকেই বৃহস্পতিবার রাতে খবর আসে
তাঁর করোনায় আক্রান্ত হওয়ার।তার
পরেই কাঁথি থানার পুলিশ
বৃদ্ধার পরিবারের বাকি সদস্যদের এবং
সেই ঘরে ভাড়া থাকা
ভাড়াটিয়াদেরকেও কাঁথি হাসপাতালে পরীক্ষার
জন্যে নিয়ে গেছে কাঁথি
হাসপাতালে।এদিকে
ঘটনাটা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য
ছড়িয়েছে। জানা
গেছে,বাইপাসের এই বেসরকারী হাসপাতাল
সীল করে দিয়েছে প্রশাসন।হাসপাতালের
১৫-১৬ জন স্বাস্থ্য
কর্মী লালারস পরীক্ষার জন্যে কাঁথি হাসপাতালে
নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে কোন রোগীকে নার্সিং হোমে ভর্তি না করার পাশাপাশি যারা ভর্তি রয়েছেন তাদের ছুটি দিতে না করানোর জন্যে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে রামনগরেও একজনের শরীরে করোনা সংক্রমণ ঘটেছে।