সংবাদদাতা : গত ২০ শে মে পূর্ব মেদিনীপুর জেলায় সুপার সাইক্লোনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নন্দীগ্রাম-খেজুরী-হলদিয়ার বিধ্বস্ত এলাকা সহ জেলাবাসীর বিভিন্ন দাবীতে আজ এস ইউ সি আই(কমিউনিস্ট)দলের পক্ষ থেকে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ- ডেপুটেশনের কর্মসূচীতে সামিল হন দলের স্বেচ্ছাসেবকরা।জেলা শাসকের অনুপস্হিতিতে অতিরিক্ত জেলা শাসককে ১০ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপিও দেওয়া হয়।
![]() |
বিজ্ঞাপন |
দাবি গুলির মধ্যে অন্যতম হলো- অবিলম্বে ওই দুর্গত এলাকায় জেনারেটরের মাধ্যমে পাম্প চালানোর ব্যবস্থা করে পানীয় জলের ব্যবস্থা, এলাকায় দ্রুত বিদ্যুৎ সংযোগ স্থাপন, দুর্গতদের মধ্যে ত্রিপল- শুকনো খাবার সহ পর্যাপ্ত ত্রাণ সরবরাহ, পুকুরের জল শোধনের জন্য অবিলম্বে ব্লিচিং, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সহ চুন সরবরাহ প্রভৃতি।
প্রতিনিধি দলে ছিলেন - জেলা সম্পাদিকা অনুরূপা দাস,জেলা সম্পাদকমন্ডলীর সদস্য নন্দ পাত্র,প্রনব মাইতি,জেলা কমিটির সদস্য নারায়ন চন্দ্র নায়কপ্রমুখ। অন্যদিকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর নিকট দলের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সন্তোষ মাইতি, সুব্রত দাস, অরুন জানার নেতৃত্বে এক প্রতিনিধিদল পৃথকভাবে স্মারকলিপি দেন।
![]() |
বিজ্ঞাপন |
দলের জেলা সম্পাদিকা অনুরূপা দাস বলেন,নন্দীগ্রাম-মহিষাদল-হলদিয়া- খেজুরি-রামনগর প্রভৃতি ক্ষতিগ্রস্ত এলাকার প্রধান সমস্যা হল - পানীয় জল। পুকুরগুলিতে গাছ পড়ে গিয়ে গাছের পাতা পচে জল ভীষণভাবে দূষিত হয়েছে। সেই জল ব্যবহার করা যাচ্ছে না। অন্যদিকে সাবমারসিবল গুলি বিদ্যুতের অভাবে বন্ধ থাকায় পানীয় জলের তীব্র সংকট। সব মিলে মানুষজন চরম সমস্যার সম্মুখীন হয়েছেন। অবিলম্বে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে গ্রামবাসীরা ভীষণ অসুবিধার মধ্যে পড়বেন।
বিজ্ঞাপন