সংবাদদাতা : করোনা পরিস্থিতিতে লকডাউনের সংকটকালে সদস্য-সদস্যা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা নিয়ে আবারো অসহায় মানুষদের পাশে দাঁড়ালো শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি(এবিটিএ)।
শনিবার সকালে সংগঠনের গোয়ালতোড় আঞ্চলিক শাখার উদ্যোগে হুমগড় ও চাঁদাবিলা এলাকার ২০০ টি দুঃস্থ ও অসহায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী হিসেবে মুসূর ডাল,আলু, সোয়াবিন,সুজি,সাবান, সরিষা তেল,লবণ, বিস্কুট, মাস্ক ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয়।
![]() |
বিজ্ঞাপন |
উপস্থিত ছিলেন সংগঠনের গোয়ালতোড় আঞ্চলিক শাখার সম্পাদক শ্যামল ঘোষ, সভাপতি ভগীরথ লোহার, মহকুমা নেতৃত্ব বিশ্বজিৎ প্রামাণিক, শাখার প্রাক্তন সম্পাদক অজিত নন্দী প্রমুখ। সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সম্পাদক শ্যামল ঘোষ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। উল্লেখ্য এর আগে পশ্চিম মেদিনীপুর জেলায় এবিটিএ'র চন্দ্রকোনা রোড়,ঘাটাল, বেলদা,দাঁতন, খড়্গপুর শাখার উদ্যোগে ত্রাণ বিতরণ কর্মসূচী সংগঠিত হয়েছে।