বাঁকুড়াঃ অপরিনত মানব শিশুর ভ্রুন উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার বিষ্ণুপুরে। স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় শহরের পোড়ামাটির হাট সংলগ্ন এলাকায় রাস্তার উপর একটি নামী ডিটারজেন্ট কোম্পানীর প্যাকেটে মোড়া মানব শিশুর অপরিনত ভ্রুন দেখতে পাওয়া যায়। বিষয়টি জানাজানি হতেই প্রচুর মানুষ ঐ এলাকায় ভীড় করেন। অনেকের ধারণা, ঝোপঝাড়ের মধ্যে কেউ বা কারা ঐ মানব শিশুর ভ্রুন ফেলে রাখা যায়। পরে কুকুরে তা রাস্তার উপর এনে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। পুলিশ ঐ ভ্রুণ উদ্ধার করে নিয়ে যায় বলে জানা গেছে।
বাঁকুড়াঃ অপরিনত মানব শিশুর ভ্রুন উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার বিষ্ণুপুরে। স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় শহরের পোড়ামাটির হাট সংলগ্ন এলাকায় রাস্তার উপর একটি নামী ডিটারজেন্ট কোম্পানীর প্যাকেটে মোড়া মানব শিশুর অপরিনত ভ্রুন দেখতে পাওয়া যায়। বিষয়টি জানাজানি হতেই প্রচুর মানুষ ঐ এলাকায় ভীড় করেন। অনেকের ধারণা, ঝোপঝাড়ের মধ্যে কেউ বা কারা ঐ মানব শিশুর ভ্রুন ফেলে রাখা যায়। পরে কুকুরে তা রাস্তার উপর এনে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। পুলিশ ঐ ভ্রুণ উদ্ধার করে নিয়ে যায় বলে জানা গেছে।