সংবাদদাতা: করোনাভাইরাস কারণে সারা দেশ জুড়ে এখন লকডাউন চলছে।গরীব শ্রমজীবী মানুষের রুটি-রুজি সব বন্ধ। রেশনের মাধ্যমে সরকার বিনামূল্যে চাল গম বা আটা সরবরাহ করছে।অন্যান্য খাদ্য সামগ্রী যাতে মানুষ সংকটে না পড়েন, তাদের পাশে দাঁড়ালেন এক গ্রামীন সমবায় সমিতি। এলাকার ৫৪৬টি পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে নজির গড়লেন কাঁথি তিন ব্লকের দইসাই সমবায় কৃষি উন্নয়ন সমিতি। জানা যায় দূরমুঠ অঞ্চলের ছটি মৌজা নিয়ে এই সমবায় সমিতি। আজ মে দিবসে সমিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পরিবারগুলির হাতে ডাল, সরিষার তেল, মুড়ি, সোয়াবিন, বিস্কুট, সাবান ইত্যাদি তুলে দেয় সমিতি কর্তৃপক্ষ। কেবলমাত্র সমিতির সদস্য নয় তার বাইরে ও কিছু দুঃস্থ নাগরিকদের হাতে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। এই ত্রাণ সামগ্রী প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সলিল ওঝা। এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক এর সম্পাদক প্রদীপ পাত্র, ডাইরেক্টর দীনেশ প্রধান, কাঁথি শাখার ম্যানেজার অজয় প্রধান, মারিশদা থানার ওসি অমিত দেব, পঞ্চায়েত প্রধান তাপসী সাহু,সমিতির সম্পাদক ঝাড়েশ্বর বেরা প্রমূখ। সমিতির সম্পাদক ঝাড়েশ্বর বেরা বলেন, 'এই সমিতি কেবলমাত্র ব্যাংকিং লেনদেন ছাড়াও সারাবছর নানান জনসেবামূলক কাজ করে থাকে। এই পরিস্থিতিতে সমিতির সদস্য ছাড়াও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানো এক নৈতিক কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে। এই ধরনের সাহায্য আমরা সর্বদা করতে প্রস্তুত। বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক এর সম্পাদক প্রদীপ বাবু বলেন, 'দইসাই সমিতি একটি লাভজনক প্রতিষ্ঠান শুধু নয় এই লকডাউন সময়েও কৃষি ঋণ শোধে জেলায় নজির সৃষ্টি করেছে। তাছাড়া এই ধরনের কর্মসূচি নিঃসন্দেহে অভিনব এবং অন্যদের প্রেরণা যোগাবে।'
Friday, May 1, 2020
Grid Style
GRID_STYLE