বাঁকুড়াঃ লক ডাউনের মধ্যেও রাতের অন্ধকারে অবৈধভাবে বালি
পাচারের অভিযোগ উঠলো বালি মাফিয়াদের বিরুদ্ধে। আর এই কাজে শাসক দলের একাংশ যুক্ত বলে
অভিযোগ। বাঁকুড়ার ইন্দাসের খটনগড় গ্রামের ঘটনা।
স্থানীয়
সূত্রে খবর, গ্রাম সংলগ্ন দ্বারকেশ্বর নদীর ভগলপুর ঘাট থেকে সম্পূর্ণ অবৈধভাবে দিনের
পর দিন বালি মাফিয়ারা বালি পাচার করছে। এই কাজে শাসক দলের একাংশের মদত থাকায় প্রতিবাদ
করলেও কোন কাজ হয়নি। বর্তমান সময়ে লক ডাউনের সুযোগকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে প্রতিদিন
বালি পাচার হচ্ছে। এইরকম দু'টি ট্রাক্টর গ্রামবাসীরা আটক করলেও শাসক দলের নেতাদের একাংশ
জোর করে ঐ গাড়ি দু'টি নিয়ে যায় বলে অভিযোগ।