সঞ্জীব মল্লিক, বাঁকুড়া
: বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে আগুন লাগাকে
কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । বছর খানেক আগেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে
এসেছিলো আমাজন জঙ্গলে আগুন লাগার ঘটনা । লক্ষ লক্ষ প্রাণী পুড়ে ছাই হয়ে গিয়েছিল
। এবার বাঁকুড়া জেলার অতি পরিচিত এক অরণ্য
শুশুনিয়া , এবার সেই শুশুনিয়া পাহাড়ে জ্বলে
উঠল আগুন । তবে বাঁকুড়ার এই শুশুনিয়া পাহাড়ে কয়েকদিন ধরেই নাকি আগুন দেখা যাচ্ছিল
। বুধবার এই আকার ধারণ করে ব্যাপকহারে । স্থানীয়
গ্রামবাসীরা জানিয়েছেন , পাহাড়ের বেশিরভাগ
অংশে আগুন ছড়িয়ে পড়েছে । আগুন দেখতে পাহাড়ের নিচে ভিড় জমিয়েছেন বহু মানুষ ।
তবে প্রাথমিকভাবে অনুমান
করা হচ্ছে , যে কোনোভাবেই হোক শুকনো পাতায় আগুন লেগে যায় এবং সেই আগুন তীব্র আকার
ধারণ করে গোটা পাহাড়ে ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল তবে দমকল আগুন
নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে খানিকটা আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু পুরোটা সম্ভব হয়ে
ওঠেনি দমকলের পক্ষে । রাতে সে আগুন আরো ভয়াবহ আকার নেয় ।
এই আগুন লাগা কে কেন্দ্র
করে পাহাড়ের আশেপাশে বসবাসকারী গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয় । ভয়াবহ অগ্নিকাণ্ডের
জেরে একদিকে যেমন বন্যপ্রাণীর ক্ষতি হবে অন্যদিকে তেমনি পরিবেশের ক্ষতি হবে । তবে প্রশাসন
সদা সতর্ক রয়েছে যাতে এই ঘটনাকে কেন্দ্র করে আশেপাশের গ্রামবাসীদের কোনো ক্ষতি না
হয় ।
ই–পেপার পড়তে ক্লিক করুন–