সংবাদদাতা : লকডাউন !
বন্ধ দোকানপাট সহ যাবতীয় ব্যবসা। গৃহবন্দী সাধারণ মানুষ। রোজগার বন্ধ। ফলে
সমস্যায় পড়েছেন বহু মানুষ।
মূলত যারা দৈনিক রোজগার করে আনলে সংসার চলত। তাদের
ক্ষেত্রে প্রবল সমস্যা দেখা দিয়েছে। তাই বিভিন্ন সংগঠন সাধারণ মানুষকে সহযোগিতার
হাত বাড়িয়ে দিয়েছে। এবার দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালো কাঁথির ১৭নম্বর ওয়ার্ডে
থাকা ‘সতীর্থ ক্লাব’। প্রায় ৩০০জন দুঃস্থ মানুষদের হাতে মুড়ি,ছোলা,বিক্সুট
প্যাকেট,সাবান তুলে দেওয়া হয়। উপস্থিত
ছিলেন ক্লাবের সম্পাদক রঞ্জন মহাপাত্র । উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মানস মাইতি,
দেবাশিষ মাইতি, বিশ্বজিৎ দাস, রাজকুমার বেরা, ত্রিশঙ্কু মান্না,মদন
ঘোড়াই,সত্যজিৎ পাল প্রমুখ।
ই–পেপার পড়তে ক্লিক করুন–
ই–পেপার পড়তে ক্লিক করুন–
স্বাস্থ্য বিষয়ক খবর পড়তে ক্লিক করুন–