![]() |
স্বাস্থ্য বিষয়ক খবর পড়তে ক্লিক করুন। |
লকডাউনের কারণে যে মানুষগুলো অসহায় হয়ে পড়েছেন এবং সাহায্যের জন্য আসছেন বিডিও
অফিসে তাদেরকে নিরাশ হয়ে ঘুরে যেতে হচ্ছে বিডি অফিসের মূল দরজা থেকেই । রাজ্যের মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহায় মানুষদেরকে সাহায্যের জন্য প্রশাসনের দ্বারস্থ হতে বলেছেন
কিন্তু তার সত্বেও অসহায় মানুষগুলো ঘুরে আসছেন বিডিও অফিসের দরজা থেকেই । অসহায় মানুষগুলি
ত্রানের জন্য গেলেও তাদের বিমুখ হয়ে আসতে হচ্ছে ওই অফিসের দরজা থেকেই । আর সেই কারণেই
আজ ইন্দাস ব্লকের এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন । আজ সকাল থেকেই মানুষের ভিড় দেখা যায়
বিডিও অফিসের সামনে । বিডিও মানসী ভদ্র চক্রবর্তী ব্লক অফিসে ঢোকার সময় কিছুক্ষণের
জন্য তার গাড়ি আটক করে এলাকাবাসী । পরে বিডিও অফিসে ঢোকার পরে বন্ধ করে দেয়া হয়
বিডি অফিসের মূল দরজা , আটকে দেয়া হয় সাধারণ মানুষকে । এলাকাবাসী সেই দরজা ঠেলে ঢুকে
যায় বিডিও অফিসে । দরজার সামনে গিয়েই বিক্ষোভ দেখায় এলাকাবাসী । পরে পুলিশ প্রশাসন
এসে সেই বিক্ষোভকারীদের কে ওখান থেকে হটিয়ে দেয় । 300 থেকে 350 জন গ্রামবাসী বিক্ষোভে
সামিল হন । তবে সাধারণ মানুষের সঙ্গে দেখাই করলেন না ইন্দাস ব্লকের বিডিও মানসী ভদ্র
চক্রবর্তী ।
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন–