সঞ্জীব মল্লিক,বাঁকুড়া : স্ত্রীর সাথে বাড়ির ছাদে ব্যাডমিন্টন খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক স্কুল শিক্ষকের । বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল পেশায় এক স্কুল শিক্ষকের । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । মৃতের নাম দুলাল চন্দ্র দে । বাড়ি বিষ্ণুপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের শালবাগান এলাকায়।
স্থানীয় সূত্রে জানতে পারা যায় ,
বাড়ির ছাদে স্ত্রীর সাথে ব্যাডমিন্টন খেলছিলেন আর সে সময় ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা । ব্যাডমিন্টন খেলতে খেলতে হঠাৎ বাড়ির ছাদ থেকে পড়ে যান দুলাল চন্দ্র নামে ওই স্কুল শিক্ষক । স্থানীয় বাসিন্দারা এবং মল্লভূম প্রয়াস নামে একটি সংস্থার সদস্যরা সময় নষ্ট না করে তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে । সেখানে অবস্থার অবনতি হলে তাকে দুর্গাপুর রেফার করা হয় তখনই রাস্তায় মারা যান ওই ব্যক্তি ।
এই ঘটনায় পরিবারে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। বিষ্ণুপুর থানার পুলিশ মৃতদেহটি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।