সংবাদদাতা : "জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর"। বর্তমান করোনাভাইরাস আতঙ্কের সময়ে স্বামীজীর এই মহান বাণী অনুসরণ করে চলছে গোটা বিশ্ব। গোটা দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় ইতিমধ্যে দিন দরিদ্র খেটে খাওয়া মানুষের পাশে এসে দাঁড়িয়েছে রাজ্য কেন্দ্র সরকার। প্রায় এক মাস ধরে লকডাউন জারি হওয়ায় এখন দিন আনা দিন খাওয়া মানুষের করুণ অবস্থা হয়ে দাঁড়িয়েছে। একবেলা কোনমতে দুমুঠো অন্ন জুটলেও আরেক বেলা কি খাবে তা নিয়ে ভাবতে হচ্ছে দীন দরিদ্র খেটে খাওয়া সাধারণ মানুষকে। এমন পরিস্থিতিতে এবার সাধারণ মানুষের অন্ন সুনিশ্চিত করতে সাধারণ মানুষকে খাদ্য সামগ্রী দিয়ে মানুষের পাশে এসে দাঁড়ালো হেঁড়িয়া সুভাষচন্দ্র বিএড কলেজ ও আউরাই কাঁথি বিএড কলেজ। দুটি এলাকার প্রায় ৪০০ জন দীন দরিদ্র খেটে খাওয়া মানুষদের হাতে এদিন বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। যেহারে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে চলেছে সেখানে সাধারণ মানুষের কপালে হাত পড়েছে। সাধারণ মানুষের সমস্ত কর্মসংস্থান একেবারে বন্ধ। তাই তাদের কথা মাথায় রেখে সাধারণ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নেন এই দুই বিএড কলেজের কর্ণধার অরুনাভ মন্ডল ও সঙ্গীতা জানা মন্ডল। তাদের উদ্যোগে বিভিন্ন এলাকার প্রায ৪০০ টি পরিবার এর দীন-দরিদ্র মানুষের হাতে এই সমস্ত খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেঁড়িয়া থানার আইসি দীপক চক্রবর্তী জেলা পরিষদ এর সদস্য বিমান নায়েক সহ স্থানীয় বিশিষ্টজনেরা।
একদিকে ত্রাণের দাবিতে উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়ায় রণক্ষেত্র হয়ে উঠেছে। আর তার মাঝে সাধারণ মানুষকে দু'বেলা দু'মুঠো অন্ন জোগানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানের এইরূপ উদ্যোগে খুশি সকলে। খুশি লকডাউনের বিপন্ন মানুষও। দুই শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার অরুনাভ মন্ডল জানান, "সাধারণ মানুষকে খুশি করতে পারলেই আমরা খুশি। আগামী দিনে আরও বেশি সাধারণ মানুষকে ত্রাণ দেওয়ারও আমরা উদ্যোগ নিচ্ছি।"