সঞ্জীবমল্লিক , বাঁকুড়া : পৌরসভা ভোটের আগেইসোনামুখীতে তৈরি হতে চলেছেদমকল কেন্দ্র খুশি সোনামুখী এলাকার মানুষেরা ।
অবশেষেবাঁকুড়া জেলার সোনামুখী পৌরসভারপৌর প্রধান সুরজিৎ মুখোপাধ্যায়েরআপ্রাণ প্রচেষ্টা সোনামুখীর নাইফেলায় তৈরি হতে চলেছেদমকল কেন্দ্র , স্বাভাবিকভাবেইখুশির হাওয়া সোনামুখী শহরও ব্লকের দশটি অঞ্চলেরগ্রামবাসীদের মধ্যে।
এতদিনপর্যন্ত সোনামুখী শহরে বা তারআশেপাশে কোথাও কোন অগ্নিসংযোগেরঘটনা ঘটলে বাঁকুড়া অথবাবিষ্ণুপুর থেকে দমকলের গাড়ি আসত, ফলে ততক্ষনে সবকিছুই ধ্বংসস্তুপে পরিণত হতো ।দীর্ঘদিন ধরে সাধারণ মানুষেরএকটা দাবি ছিল সোনামুখীশহরে একটি ফায়ার ব্রিগেডস্টেশন হোক । আর সেই মতইরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সহযোগিতায়এবং সোনামুখী পৌরসভা পৌরপিতা সুরজিৎমুখোপাধ্যায় আপ্রাণ প্রচেষ্টা সোনামুখীতেহতে চলেছে ফায়ার ব্রিগেডস্টেশন । ইতিমধ্যেই জায়গা চিহ্নিত হয়েগিয়েছে পৌরসভা ভোটের আগেইশুরু হবে কাজ।
সোনামুখীরএক বাসিন্দা সুনন্দন ব্যানার্জি বলেন , সোনামুখীপৌরসভা 100 বছরের বেশি পুরনোএবং সোনামুখীতে এমার্জেন্সি কিছু হলে ফায়ারব্রিগেড এর প্রয়োজন পড়েতাহলে বাঁকুড়া বা বিষ্ণুপুর থেকেআসতে হয় , সেটা একটাসময় সাপেক্ষ । দীর্ঘ34 বছর পৌরসভায় সিপিএম ক্ষমতায় থাকলেওসাধারণ মানুষের দাবি পূরণ হয়নি। অবশেষে রাজ্যেরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেএবং পৌরসভার পৌরপিতা সুরজিৎ মুখোপাধ্যায় এরআপ্রাণ চেষ্টায় ফায়ার ব্রিগেড স্টেশনহচ্ছে । এতেআমরা অত্যন্ত খুশি । আগামীদিনেরসরকারের কাছ থেকে আরোউন্নয়ন দাবি করেন তিনি।
সোনামুখীপৌরসভার পৌরপিতা সুরজিৎ মুখোপাধ্যায় বলেন, খুব খুশি আমরা ধন্যবাদজানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে । ২০১৫ সালের ছাব্বিশে মেয়ে সোনামুখী পৌরসভারচেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ারপর থেকে আমি প্রথমযেটা লক্ষ করেছিলাম সোনামুখীতেঅট্টালিকা বাড়ি হচ্ছে অথচফায়ার সার্ভিস নেই । এটাআমাদের অত্যন্ত বিচলিত করেছিল ।তাই ২০১৫ সাল থেকে দায়িত্বনেওয়ার পর থেকেই মমতাদিরসাথে কথা বলে প্রকল্পটা নিয়ে অগ্রসর হই। এবংদিদি আমাদের ডাকে সাড়াদিয়ে আমাদের কে প্রকল্পঅনেক আগেই অনুমোদন দিয়েছে। আমরা পৌরসভারজায়গা অনেক আগেই ফায়ারসার্ভিস কে হ্যান্ডওভার করেছিলাম, কিন্তুপিডব্লুডি একটু দেরি করায় উদ্বোধনহতে দেরি হচ্ছে ।
সৈকতভূমি E-PAPER পড়তে লোগোর উপরেই ক্লিক করুন–
সৈকতভূমি E-PAPER পড়তে লোগোর উপরেই ক্লিক করুন–