সংবাদদাতা : গ্রীষ্ম পড়তেই রক্ত সংকট দেখা দেয় সারা রাজ্যজুড়ে। চলছে করোনা মহামারীর জন্য লকডাউন সারা বিশ্ব জুড়ে। তারই ফলে কোন ক্লাব বা সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করতে পারেনি।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেক থানা গুলি আয়োজন করছে রক্তদান শিবিরের। বৃহস্পতিবার দিঘা থানার উদ্যোগে এক বেসরকারি হোটেলে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
এই শিবিরের উদ্বোধন করেন ডিএসপি (ইউ টি) ঈপ্সিতা দত্ত। এ দিন তিনি নিজে ওই শিবিরে রক্তদান করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রায় ৩০ জন সিভিক এবং পুলিশ কর্মী রক্ত দান করেন। পুলিশ সূত্রের খবর, তার পাশাপাশি এই বিশ্বজুড়ে যে করোনা মহামারী চলছে এবং লকডাউনের মধ্যে যে সমস্ত মানুষরা বাইরে বের হচ্ছে তাদেরকে সচেতনতা করা বিনা মাক্সে যাতে বাড়ির বাইরে না বের হয়। প্রশাসন তাদের সব সময় পাশে রয়েছে। সরকারের নির্দেশ অনুযায়ী লকডাউনকে মেনে চলুন সুস্থ থাকুন ভালো থাকুন তবে এই বিশ্ব করোনা মহামারী থেকে মুক্তি পাওয়া যাবে। কাঁথি মহকুমা হাসপাতালের ব্ল্যাডব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে। উপস্থিত ছিলেন দিঘার সিআই সুজয় মুখ্যার্জী, দিঘা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু প্রধান, রামনগর-১ ব্লকের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত পাত্র, সমাজসেবী কমল আদক ও তপন মাইতি- সহ বিশিষ্টজনেরা।
ভিডিও দেখুন–