সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায় খেজুরিতে চাল, আলু, সোয়াবিন, বিস্কুট এবং সাবান বিতরণ করা হল। রবিবার খেজুরি বন্দর সৎসঙ্গ আশ্রমের উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়।
লকডাউনের জেরে এলাকার দিন আনা দিন খাওয়া মানুষেরা প্রবল বিড়ম্বনায় পড়েছে। আশ্রম কর্তৃপক্ষ অনেককেই প্রতিদিন বসে খাওয়ানোর ব্যবস্থা করে। তবে পারস্পরিক দূরত্ব বজায় রাখার কথা ভেবে দুঃস্থ পরিবারগুলিকে রান্নার সামগ্রী তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এলাকার মানুষকে মাস্ক ও দেওয়া হয়। মারন ভাইরাস করোনা থেকে দূরে থাকতে হলে প্রাত্যহিক জীবনের করনীয় নিয়মাবলী বুঝিয়ে বলেন খেজুরি বন্দর সৎসঙ্গ আশ্রমের সভাপতি মেঘনাদ মন্ডল। তালপাটি কোস্টাল থানার পুলিশের উপস্থিতিতে আশ্রম কর্তৃপক্ষ পারস্পরিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী একে একে এলাকার মানুষের হাতে তুলে দেয়। আশ্রমের সহ-সম্পাদক সরোজ আচার্য জানিয়েছেন, "আমরা ধাপে ধাপে আরও মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেব। মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিলে সাধ্যমত সাহায্য করবো।"