বাঁকুড়া : বাঁকুড়া শহরকে জীবাণুমুক্ত করতে উদ্যোগ নিল জেলা প্রশাসন। মারণ ভাইরাস 'কোভিড নাইনটিন' বা 'করোনা' আক্রমণের তীব্রতা দিন দিন বাড়ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। শহরের গণ্ডি ছাড়িয়ে প্রতিবেশী জেলাতেও করোনায় আক্রান্ত মানুষ। ঠিক সেই মুহূর্তে অতিসতর্কতা হিসেবে বাঁকুড়ার শহরকে জীবানুমুক্ত করতে উদ্যোগ নিল জেলা প্রশাসন
দমকল কর্মীদের সাহায্য নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে থাকা বাজার গুলিতে জীবানু নাশক কীটনাশক স্প্রে করা হয়। জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি শহরবাসী। এর ফলে মারণ ভাইরাস 'করোনা' সংক্রমণ অনেকটাই এড়ানো যাবে বলেই অনেকে মনে করছেন তারা ।