সংবাদদাতা : ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার আলাদারপুট শাখার উদ্যোগে ব্যাঙ্কের আওতাধীন এলাকার দুঃস্থ মানুষজনকে ত্রাণ বিলি করা হয়। এদিন ব্যাঙ্কের অধীনে থাকা ২০টি কাস্টমার সার্ভিস পয়েন্টের(সিএসপি) সহযোগিতায় স্থানীয় গ্রামগুলির ১০০জন দুঃস্থ মানুষকে ত্রাণ বিলি করা হয়। এদিন সকলকে চাল, ডাল, আলু ও তেলের ব্যাগ তুলে দেওয়া হয়।
এই উপলক্ষে উপস্থিত ছিলেন ব্যাঙ্কের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার সুদীপ মাইতি সহ ব্যাঙ্কের কর্মীরা। সামাজিক দূরত্ব বজায় রেখে সকলের হাতে ত্রাণ সামগ্রীর ব্যাগ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন, ব্যাঙ্কের ম্যানেজার শুকদেব হালদার, ডেপুটি ম্যানেজার নয়ন দে, ব্যাঙ্ককর্মী শঙ্কর কুমার দাস, সৌরভকান্তি দাস প্রমুখ। সুদীপবাবু বলেন, লকডাউনে মানুষ গৃহবন্দি হয়ে রয়েছেন। রোজগার নেই। এর মধ্যে দুঃস্থ মানুষজনের পরিস্থিতি সঙ্গীন হয়ে গিয়েছে। তাই আমরা তাঁদের পাশে দাঁড়িয়ে ত্রাণ তুলে দিলাম। অন্যান্য শাখাগুলিতে আমরা এভাবে ত্রাণ তুলে দিয়েছি। আগামী দিনেও একইভাবে মানুষের পাশে থাকব আমরা। ত্রাণ পেয়ে খুশি প্রাপক দুঃস্থ মানুষজন। তাঁরা ব্যাঙ্ক কর্তৃপক্ষকে এজন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।