সংবাদদাতা : কাঁথি থানার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন হল রবিবার। এদিন রক্তদিয়ে শিবিরের উদ্বোধন করেন কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক চক্রবর্তী।
পাশাপাশি সমস্ত পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা রক্তদান করেন। কাঁথি ব্লাড ব্যাঙ্কের পক্ষ থেকে রক্ত সংগ্রহ করা হয়। গরমের দিনে রক্তের চাহিদা বাড়ে। লকডাউনের কারনে রক্তদান শিবির বন্ধ। তাই রক্তের যোগান বাড়াতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন কাঁথি থানায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ছিলেন মহকুমা শাসক শুভময় ভট্টাচার্য,কাঁথি থানার আইসি সুনয়ন বসু প্রমুখ।