রাকা পরিয়ারি: মরোনোত্তর দেহ দান করে নজির গড়লেন কাঁথির জাওয়ান। কাঁথি এক ব্লকের টগরিয়ার বাসিন্দা
সেনাকর্মী রাজকুমার দাস ছুটিতে এসে গত রবিবার বাড়ির কাছেই বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় । স্থানীয়রা আহত রাজকুমারকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে কলকাতার কমান্ডেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ব্রেন ডেথ হয়। তারপরেই পরিবারের লোকেরা তার দেহ দানের সিদ্ধান্ত গ্রহন করে। এদিকে তিনি ৯বছর ৩মাস সেনাবিভাগে কর্মরত ছিলেন। ১০বছর পূরণ না হওয়ায় তার পেনশন চালু হবে না। ফলে দুঃশ্চিন্তায় পরিবারেরলোকেরা।