পূর্ব মেদিনীপুরঃ দলবদলের রাজনীতি অব্যাহত পূর্ব মেদিনীপুর জেলায়। বুধবার সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও সিআইটিইউ'র সর্বভারতীয় কাউন্সিল সদস্য তথা ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তণ সভাপতি সুব্রত মহাপাত্র কাঁথি সাংগাঠনিক জেলা বিজেপির সাতমাইলে দলীয় কার্যালয়ে এদিন বিজেপিতে যোগদান করেন। এদিন সুব্রত মহাপাত্রের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অনুপ চক্রবর্তী।কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহ-সভাপতি রমাকান্ত প্রধান, সাধারণ-সম্পাদক তাপস দোলুই প্রমুখ।
এদিন সুব্রত মহাপাত্র বিজেপিতে যোগদান প্রসঙ্গে বলেন, মানুষ বিজেপির সঙ্গে রয়েছে। আমরা সমাজসেবা রাজনীতি করে এসেছি।তাই দেশের মানুষও রাজনীতি ছাড়া থাকতে পারে না।বিজেপি একটি সংগঠিত দল তাই আমি বিজেপিতে যোগদান করলাম। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের সন্ত্রাস দুর্ণীতি ,খুন - তোলাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে একমাত্র বিজেপি।আমি আগে সিপিএম দলে ছিলাম। সেখানে মানুষ আর নেই ।তাছাড়া মানুষের আস্থাও নেই।তাই মানুষের আস্থা এখন বিজেপিতে রয়েছে।এ রাজ্যে গনতন্ত্র পুনরুদ্ধার করতে পারে একমাত্রই বিজেপি।