প্রদীপ মাইতি : এগরায় ভুসিমাল দোকান থেকে নকল ডিটারজেন্ট পাউডার বাজেয়াপ্ত করার ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়ায়।
পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার বরোদ্রশ্রী মার্কেটের একটি ভুসিমাল দোকান থেকে নকল ডিটারজেন্টের পাউডার এর সন্ধান পেলপাওয়ার ডিটারজেন্ট কোম্পানি।এই ঘটনার পর বুধবার বিকেলে পাওয়ার ডিটারজেন্ট কোম্পানি এগরা শহরে এসে জেলা পুলিশের সহযোগিতা নিয়ে মা মেনকা ভান্ডার নামক একটি ভুসিমাল দোকান থেকে প্রায় ৬৫ টি নকল ডিটারজেন্ট পাউডার বস্তা বাজেয়াপ্ত করে ও দোকানের মালিক বাদল চন্দ্র বেরাকে গ্ৰেপ্তার করে।