প্রদীপ মাইতি,দীঘা : ইলিশ সংরক্ষনে অভিনব উদ্যোগ নিল মৎস্য দফতর । মঙ্গলবার ইলিশের সংরক্ষণ নিয়ে শিবির আয়োজিত হয় রামনগর ১ ব্লকের দিঘা মোহনায় ফিসারম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিসার ম্যান এসোসিয়েশন সম্পাদক শ্যামসুন্দর দাস।ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র।ইলিশের সংরক্ষণ ও খোকা ইলিশ ধরা নিয়ে সচেতনতা মূলক বক্তব্য দেন রাজ্য সরকারের যুগ্ম মৎস্য অধিকর্তা প্রশান্ত কুমার মান্না ও সহ মৎস্য অধিকর্তা সুমন সাহা।এই আলোচনা সভায় ট্রলার মালিক ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।ইলিশের আমদানি কমে যাওয়ার জন্য বর্তমান পরিবেশ দূষণ ও মৎসজীবীদের খোকা ইলিশ ধরাকেই দোষারোপ করেন কাঁথি সহ মৎস্য অধিকর্তা সুরজিৎ বাগ।
বর্তমানে ৯০ মিলিমিটারের নিচের জালের ফাঁস ব্যবহার বন্ধ ও স্কোয়ার মেস জাল ব্যবহারের কথা বলেন মৎস অধিকর্তা।ইলিশ সংরক্ষণ ও সচেতনতার জন্য বর্তমান রাজ্য সরকার এ বছরই পূর্ব মেদিনীপুরে হিলসা ডাটা কালেক্টর রূপে ১৫ জনকে নিয়োগ করেছে।এছাড়া সরকার মৎসজীবীদের সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে এনে তাদের জীবন সুনিশ্চিত করণের ব্যবস্থা করেছে বলে জানান শ্রম দপ্তরের আধিকারিক আশিস মিত্র।এই সুবিধা বিনা খরচে শুধু নাম নথিভুক্ত করণের মাধ্যমেই তারা ২লক্ষ টাকার বীমা পেতে পারেন বলেও তিনি জানান।