নিজস্ব সংবাদদাতা : করোনা মোকাবিলায় সরকারি নির্দেশে লকডাউনের কারণে এলাকার সকল মানুষ যখন গৃহবন্দী হয়ে রয়েছেন, তখন দুঃস্থদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির আলাদারপুট এলাকার কয়েকজন যুবক।
শুক্রবার ও শনিবার এলাকার কয়েকজন যুবক গ্রামের কিছু দুঃস্থ মানুষজনের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের হাতে চাল, ডাল, বিস্কুট সহ নানা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন। নেতৃত্ব দেন চয়ন দাস, বাপি কামিলা, অলক দাস, বিশ্বনাথ বারিক, রিঙ্কু দাস, অমিত তলা, সুজিত দাস প্রমুখ। তাঁরা বলেন, লকডাউনের কারণে মানুষজন গৃহবন্দী হয়ে রয়েছেন। কিন্তু যাঁরা দরিদ্র, তাদের দিন গুজরান করা সত্যিই কঠিন হয়ে পড়েছে। তাই তাঁদের পাশে দাঁড়িয়েছি আমরা। আগামীদিনেও একইভাবে পাশে থাকব। শুধু আলাদারপুট নয়, পার্শ্ববর্তী গ্রামগুলির দুঃস্থ মানুষজনের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন ওই যুবকরা। তাঁদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এলাকার সকলেই। শুধু তাই নয়, অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের পাশে দাঁড়াবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।