সৈকতভূমি ডেস্ক : “গোটা দেশে যা চলছে, তাতে সারারাত দু’চোখের পাতা এক করতে পারিনি…।” “দেশের নাগরিকদের ধর্ম উসকে দিয়ে ভেদাভেদ করছ!” JNU কাণ্ডের প্রতিবাদে সোমবার এরকম কিছু মন্তব্যেই প্রতিবাদে উত্তাল হল বলিউড। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর গার্লস হোস্টেলে ঢুকে হামলার জেরে দেশজুড়ে নিন্দার ঝড়। JNU কাণ্ডের প্রতিবাদে রাজপথে নেমেছেন দিল্লি, মুম্বই-সহ কলকাতা। প্রতিবাদে ফের একজোট হয়েছেন বলিউড তারকারা। সোমবার সন্ধেবেলা মুম্বইয়ের কার্টার রোডের প্রতিবাদী মিছিলে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন পরিচালক বিশাল ভরদ্বাজ, জোয়া আখতার, অনুরাগ কাশ্যপ, রিমা কাগতি, হনসল মেহেতা, অনুভব সিনহা, অভিনেত্রী তাপসি পান্নু, দিয়া মির্জা, রিচা চাড্ডা, গৌহর খান, অভিনেতা আলি ফজল, কমেডিয়ান কুণাল কামরা-সহ আরও অনেকেই। তীব্র নিন্দা করেছেন সোশ্যাল মিডিয়াতেও। অন্যদিকে, সংশোধিত নাগরিকত্ব আইন (CAA)-এর সমর্থন জোগাড় করতে মরিয়া গেরুয়া শিবিরকেও নাকচ করেছে বলিউডের একাংশ। বৈঠকে অনুপস্থিত থেকে জবাব দিয়েছেন। এবার সেই JNU কাণ্ডেই মুখ খুললেন অভিনেতা অনিল কাপুর।