সৈকতভূমি ডেস্ক : অত্যাচারের প্রতিটা শব্দ যেখানে আটকে যায় প্রতিরোধের দৃঢ়তায়,সেই স্মরনীয় “০৭.০১.২০০৭” । আজকের দিনটিতে নন্দীগ্রাম ভূমি আন্দোলনে সকল অমর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন নন্দীগ্রামের সোনাচূড়া শহীদ মিনারে নন্দীগ্রামের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ, জলসম্পদ উন্নয়ন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন শহীদ মাতা তথা পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি, সেখ সুফিয়ান, আবু তাহের সহ অন্যান্যরা। প্রতি বছরের মতো এবছরও নন্দীগ্রাম আন্দোলনের কান্ডারী তথা মা মাটি মানুষের সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু অধিকারী শহীদদের সম্মান জানাতে মঙ্গলবার ভোরে সোনাচুড়া ও ভাঙ্গাবেড়ায় যান। শহীদদের উদ্দেশে মোমবাতি জ্বালান,মোমবাতি মিছিল করে এসে শহীদ বেদিতে মাল্যদান করেন। পাশাপাশি উপস্থিত দুঃস্থ মানুষজনের হাতে শীতবস্ত্র তুলেদেন মন্ত্রী নিজেই।
Tuesday, January 7, 2020

নন্দীগ্রামে শহীদ তর্পণে মন্ত্রী শুভেন্দু অধিকারী
Grid Style
GRID_STYLE