সৈকতভূমি নিউজ ডেস্ক:কাঁথিতে ভাড়াবাড়ির নামে মধুচক্রের হদিশ পেয়ে বিক্ষোভ দেখায়
গ্রামবাসীরা। পুলিশ খবর দেওয়া হলে তিনজন যুবতী ও একজন যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয় । পুলিশ গিয়ে চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনার পর বাড়ির মালিক পালাতক। এলাকার কাউন্সিলার সেক সাবুল বলেন, বাড়ি ভাড়া দিয়েছিল। ভাড়াবাড়ির আড়ালের এই রকম ঘটনার ঘটবে তার জানা নেই। পুলিশ যুবতী ও যুবককে আটক করে জিজ্ঞসাবাদ শুরু করেছে।