সঞ্জীব মল্লিক , বাঁকুড়া : " একটি গাছ একটি প্রাণ " এএই বাক্য আমরা পাঠ্যপুস্তকে পড়েছি । আর সেই বাক্যটির সঠিক মর্যাদা দিতে " সোনামুখী তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের " উদ্যোগে ধুবরাজপুরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপন কর্মসূচী । বর্তমান গোটা বিশ্ব একটা ভয়ঙ্কর আগ্রাসনের দিকে ধাবিত হচ্ছে । ধীরে ধীরে বিশ্বের তাপমাত্রা ক্রমশ বেড়ে চলেছে । যার মুল কারন হল নির্বিচারে গাছ কেটে ফেলা । নিজেদের চাহিদা মেটাতে আমরা বিশ্বকে ক্রমেল ঠেলে দিচ্ছি ধ্বংসের দিকে । তাই বর্তমানে সকলের উচিত বৃক্ষরোপন করা । আর সেই কথাকে মাথায় রেখেই তাদের এই কর্মসূচী । এদিন হাজারটি গাছের চারা রোপণ করা হয় ।
এদিনেরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , সোনামুখী ব্লকের বিডিও দেবলীনা সর্দার , সোনামুখী থানার ওসি আব্দুস সামাদ আনসারি , সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় , ব্লক সভাপতি ইউসুফ মণ্ডল , বিষ্ণপুর সাংগঠনিক সংখ্যালঘু জেলার সভাপতি শেখ আফজার হোসেন , লুৎফর রহমান সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তি বর্গ ।