BIG BREAKING ! হলদিয়া পেট্রো কেমিক্যালসে বিধ্বংসী আগুন, গুরুতর জখম অন্তত ৫ শ্রমিক - SAIKOTBHUMI

Breaking

Thursday, September 19, 2019

BIG BREAKING ! হলদিয়া পেট্রো কেমিক্যালসে বিধ্বংসী আগুন, গুরুতর জখম অন্তত ৫ শ্রমিক


সংবাদদাতা,কাঁথি :  হলদিয়া পেট্রো কেমিক্যালের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। কাজের সময় অগ্নিকাণ্ডের জেরে পাঁচ-ছ’জন শ্রমিক গুরুতর জখম হয়েছেন। স্থানীয় নার্সিংহোমে আপাতত চিকিৎসাধীন প্রত্যেকে। এখনও ওই ইউনিটে বেশ কয়েকজন শ্রমিক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুনের লেলিহান শিখাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

     শুক্রবার সকালে হলদিয়া পেট্রো কেমিক্যালের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে কাজ চলছিল। আচমকাই একাংশে আগুন দেখতে পান কর্মীরা। দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ইউনিটের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। আগুনের হাত থেকে বাঁচতে শুরু হয়ে যায় দৌড়োদৌড়ি। খবর পৌঁছায় দমকলেও। একে একে ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকল কর্মীরা পাঁচ-ছ’জন শ্রমিককে উদ্ধার করেন। তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অগ্নিদগ্ধ ওই শ্রমিকদের স্থানীয় নার্সিংহোমে ভরতি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি, এখনও বেশ কয়েকজন কর্মী ওই ইউনিটে আটকে রয়েছেন বলেও খবর। তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে।

Pages