গৌরনাথ চক্রবর্তী, পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমানের কাটোয়া জাগরীর উদ্যোগে শহীদ ক্ষুদিরাম বসুর ১১২ তম আত্মোৎসর্গ দিবসে সকাল সাতটায় কাটোয়া স্টেশন চত্বর থেকে ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন স্তরের দ্বি-শতাধিক মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে স্কাউট বাহিনীর ব্যান্ডবাদন ও জাগরী'র দেশাত্মবোধক সংগীত সহযোগে প্রভাতফেরী শুরু হয়। পথের দু'ধারে বহু মানুষ আগ্রহের সঙ্গে প্রভাতফেরী প্রত্যক্ষ করেন ও এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। প্রভাতফেরী শেষ হয় কাটোয়া পৌরসভা মোড়ে।
সেখানে অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান। বক্তব্য রাখেন জাগরী সম্পাদক অপূর্ব চক্রবর্তী। পরিবেশিত হয় বিভিন্ন দেশাত্মবোধক সংগীত এবং কালজয়ী গান 'একবার বিদায় দে মা, ঘুরে আসি'। উল্লেখ্য, যে জাগরীর পঁচিশতম প্রতিষ্ঠা দিবসও আজ ১১ আগস্ট। আজ সন্ধ্যে সাড়ে ছ'টায় শহীদ ক্ষুদিরাম স্মরণ ও জাগরী'র রজতজয়ন্তী বর্ষ উদযাপনের শুভ সূচনা অনুষ্ঠান কাটোয়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে।