কাঁথিঃ রবিবার কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির অন্তর্গত পটাশপুর-১ দক্ষিণ মন্ডলের বকুলতলা বাজারে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের কান্ডারী ও বীর শহীদ ক্ষুদিরাম বসু'র আত্ম বলিদান দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক মোহনলাল সী, যুব মোর্চার নেতৃত্ব গৌতম মান্না, শক্তিকেন্দ্র প্রমুখ শঙ্কর প্রসাদ ভঞ্জ, অঞ্চল নেতৃত্ব শম্ভুচরন গায়েন, গোপাল সাহু, বুথ সভাপতিগন এবং শতাধিক দলীয় সদস্যবৃন্দ।
বিজেপির দাবি,এ দিন এই কর্মসূচী পালনের প্রাক্কালে,
কর্মসূচীকে ব্যর্থ করার জন্য পুলিশি বাধা আসে, কিন্তু অনতিবিলম্বেই উপস্থিত দলীয় নেতৃবৃন্দ এবং সমর্থকগনের সম্মিলিত প্রচেষ্টায় সমস্ত রকম বাধা কাটিয়ে এই কর্মসূচী যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়।