অভিষেক চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: ২০২১ এর আগে জেলায় ঘুরে দাঁড়াবে তৃণমূল কংগ্রেস। একুশ সালে ক্ষমতায় তৃণমূল কংগ্রেসই আসবে মেদিনীপুরে সভা মঞ্চে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেন রাজ্যের সেচ ও পরিবহণ শুভেন্দু অধিকারী। মেদিনীপুর শহরের কলিজিয়েট মাঠে ভারত ছাড়ো আন্দোলনে ৭৭তম বর্ষ উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত হয়ে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ২০০৯ সালের আগে জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেস কে সংগঠনের দায়িত্ব তার উপরে দিয়েছিলেন দলনেত্রী। তার ফল স্বরূপ ২০১১সালে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। আবার এক কঠিন পরিস্থিতির মধ্যে দলনেত্রী তাকে জঙ্গলমহল দায়িত্ব দিয়েছেন। জঙ্গলমহলের সংগঠন আবার ঘুরে দাঁড়িয়েছে দাবি করেন শুভেন্দু অধিকারী।রাজনৈতিক হিংসা ঘর ছাড়া হয় গ্রামের সাধারণ মানুষ। নেতা বা মন্ত্রীরা নয়। তাই রাজনৈতিক হিংসা বন্ধের ডাক দিলেন ভারতছাড়ো আন্দোলনের এই সমাবেশ থেকে। এর পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন শুভেন্দু বাবু।তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকেই এই দিনটিকে বিশেষভাবে পালন করে আসে তৃণমূল কংগ্রেস ।
অভিষেক চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: ২০২১ এর আগে জেলায় ঘুরে দাঁড়াবে তৃণমূল কংগ্রেস। একুশ সালে ক্ষমতায় তৃণমূল কংগ্রেসই আসবে মেদিনীপুরে সভা মঞ্চে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেন রাজ্যের সেচ ও পরিবহণ শুভেন্দু অধিকারী। মেদিনীপুর শহরের কলিজিয়েট মাঠে ভারত ছাড়ো আন্দোলনে ৭৭তম বর্ষ উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত হয়ে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ২০০৯ সালের আগে জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেস কে সংগঠনের দায়িত্ব তার উপরে দিয়েছিলেন দলনেত্রী। তার ফল স্বরূপ ২০১১সালে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। আবার এক কঠিন পরিস্থিতির মধ্যে দলনেত্রী তাকে জঙ্গলমহল দায়িত্ব দিয়েছেন। জঙ্গলমহলের সংগঠন আবার ঘুরে দাঁড়িয়েছে দাবি করেন শুভেন্দু অধিকারী।রাজনৈতিক হিংসা ঘর ছাড়া হয় গ্রামের সাধারণ মানুষ। নেতা বা মন্ত্রীরা নয়। তাই রাজনৈতিক হিংসা বন্ধের ডাক দিলেন ভারতছাড়ো আন্দোলনের এই সমাবেশ থেকে। এর পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন শুভেন্দু বাবু।তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকেই এই দিনটিকে বিশেষভাবে পালন করে আসে তৃণমূল কংগ্রেস ।