অভিষেক চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর : জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। ঘটনাটি ঘটেছে শালবনি থানার গোবরু এলাকায়। আজ বিকেল ৪টের নাগাদ বাড়ির সামনেই খেলছিল আয়ুষ সিং(৩) ও রূপসা সিং(৪)। সেই সময় বাড়ির সবাই চাষের কাজে মাঠে গিয়েছিল। কোনো কারণে খেলতে খেলতে শিশু দুটি বাড়ির পাশে পুকুরে চলে যায়। প্রতিবেশীরা দেখতে পায় পুকুরে ডুবে রয়েছে দুই শিশু। তৎক্ষণাৎ তারা শিশু দুটিকে জল থেকে উদ্ধার করে নিয়ে আসে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। সেখানে ডাক্তাররা শিশু দুটিকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে।
অভিষেক চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর : জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। ঘটনাটি ঘটেছে শালবনি থানার গোবরু এলাকায়। আজ বিকেল ৪টের নাগাদ বাড়ির সামনেই খেলছিল আয়ুষ সিং(৩) ও রূপসা সিং(৪)। সেই সময় বাড়ির সবাই চাষের কাজে মাঠে গিয়েছিল। কোনো কারণে খেলতে খেলতে শিশু দুটি বাড়ির পাশে পুকুরে চলে যায়। প্রতিবেশীরা দেখতে পায় পুকুরে ডুবে রয়েছে দুই শিশু। তৎক্ষণাৎ তারা শিশু দুটিকে জল থেকে উদ্ধার করে নিয়ে আসে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। সেখানে ডাক্তাররা শিশু দুটিকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে।