গৌরনাথ চক্রবর্তী, পূর্ব বর্ধমানঃ ভারতীয় রেডক্রস সোসাইটি উদ্যোগে এবং নেহেরু যুব কেন্দ্র অনুমোদিত বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায় বৃহস্পতিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রেডক্রস দপ্তরে এদিনের শিবিরে শতাধিক মানুষ রক্ত দান করেন। উপস্থিত ছিলেন রেডক্রসের বর্ধমান জেলা সম্পাদক কমল চন্দ্র ঘোষ,অতিরিক্ত জেলা শাসক সাধারণ অরিন্দম নিয়োগী,বর্ধমান সহযোদ্ধার সম্পাদক সোমনাথ ভট্টাচার্য,বর্ধমান সহযোদ্ধা সাংগঠনিক সম্পাদক প্রীতিলতা বন্দোপাধ্যায় প্রমুখ ।বর্ধমান সহযোদ্ধা সম্পাদক সোমনাথ ভট্টাচার্য বলেন,আমরা বেশ কয়েক বছর ধরেই রেডক্রস সোসাইটির অনুপ্রেরণায় রক্তদান শিবির করে আসছি।আজকের এই বিশেষ দিনে এই রক্তদান উৎসব এ যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এদিনের এই কর্মসূচীতে আমাদের সঙ্গে নেহেরু যুব কেন্দ্র সহযোগিতায় ছিল।
গৌরনাথ চক্রবর্তী, পূর্ব বর্ধমানঃ ভারতীয় রেডক্রস সোসাইটি উদ্যোগে এবং নেহেরু যুব কেন্দ্র অনুমোদিত বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায় বৃহস্পতিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রেডক্রস দপ্তরে এদিনের শিবিরে শতাধিক মানুষ রক্ত দান করেন। উপস্থিত ছিলেন রেডক্রসের বর্ধমান জেলা সম্পাদক কমল চন্দ্র ঘোষ,অতিরিক্ত জেলা শাসক সাধারণ অরিন্দম নিয়োগী,বর্ধমান সহযোদ্ধার সম্পাদক সোমনাথ ভট্টাচার্য,বর্ধমান সহযোদ্ধা সাংগঠনিক সম্পাদক প্রীতিলতা বন্দোপাধ্যায় প্রমুখ ।বর্ধমান সহযোদ্ধা সম্পাদক সোমনাথ ভট্টাচার্য বলেন,আমরা বেশ কয়েক বছর ধরেই রেডক্রস সোসাইটির অনুপ্রেরণায় রক্তদান শিবির করে আসছি।আজকের এই বিশেষ দিনে এই রক্তদান উৎসব এ যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এদিনের এই কর্মসূচীতে আমাদের সঙ্গে নেহেরু যুব কেন্দ্র সহযোগিতায় ছিল।