সঞ্জীব মল্লিক , বাঁকুড়া : ভোর রাতে বাঁকুড়া পুরুলিয়া NH 60A এর উপর একটি দাঁড়িয়ে থাকা ট্রলারের পিছনে ধাক্কা মারে একটি এম্বুলেন্স। মৃত এক ব্যক্তি। গুরুতর আহত এক শিশুসহ 5 জন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানা অন্তর্গত কুমিরদা গ্রামে বাঁকুড়া পুরুলিয়া NH 60A উপর। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল মধ্যরাত্রে এক প্রসূতি কে নিয়ে পুরুলিয়া হুড়া থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ এর উদ্দেশ্যে রওনা হয়েছিল অ্যাম্বুলেন্সটি। রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রলারে পিছনের ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। ঘটনাস্থলে মৃত্যু হয় জলধর মন্ডল (৬৫)নামে এক ব্যক্তির। গুরুতর আহত গর্ভবতী মোহিনী মন্ডল(৩২) নামে এক মহিলা-সহ অ্যাম্বুলেন্স চালক সোমনাথ মাহাত(২৮)সহ আরো তিন ব্যক্তি। এই দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা খবর দেয় বাঁকুড়া সদর থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয় এবং গুরুতর অসুস্থ দের ওই হাসপাতালেই চিকিৎসার জন্য পাঠানো হয় ।
সঞ্জীব মল্লিক , বাঁকুড়া : ভোর রাতে বাঁকুড়া পুরুলিয়া NH 60A এর উপর একটি দাঁড়িয়ে থাকা ট্রলারের পিছনে ধাক্কা মারে একটি এম্বুলেন্স। মৃত এক ব্যক্তি। গুরুতর আহত এক শিশুসহ 5 জন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানা অন্তর্গত কুমিরদা গ্রামে বাঁকুড়া পুরুলিয়া NH 60A উপর। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল মধ্যরাত্রে এক প্রসূতি কে নিয়ে পুরুলিয়া হুড়া থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ এর উদ্দেশ্যে রওনা হয়েছিল অ্যাম্বুলেন্সটি। রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রলারে পিছনের ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। ঘটনাস্থলে মৃত্যু হয় জলধর মন্ডল (৬৫)নামে এক ব্যক্তির। গুরুতর আহত গর্ভবতী মোহিনী মন্ডল(৩২) নামে এক মহিলা-সহ অ্যাম্বুলেন্স চালক সোমনাথ মাহাত(২৮)সহ আরো তিন ব্যক্তি। এই দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা খবর দেয় বাঁকুড়া সদর থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয় এবং গুরুতর অসুস্থ দের ওই হাসপাতালেই চিকিৎসার জন্য পাঠানো হয় ।