নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : বালি মাফিয়াদের দৌরাত্ম্য যেন কিছুতেই থামছে । প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দিনের পর দিন রাতের অন্ধকারে অবৈধ ভাবে চলছিল বালি পাচার । আর সেই মতই গত কয়েকদিন আগেই রাতের অন্ধকারে অবৈধ ভাবে বালি পাচারের অভিযোগে পাঁচটি লরি ও এক চালককে আটক করেছিল ইন্দাস থানির পুলিশ । সপ্তাহ ঘুরতে না ঘুরতে ফের আজ ভোররাতে দুটি লরি ও দুই লরি চালককে আটক করল ইন্দাস থানার পুলিশ ।
সুত্র মারফৎ জানা যায় , ইন্দাস থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে দুটি বালি ভর্তি লরিকে আটক করে । বালি নিয়ে যাওয়ার বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে আটক করা হয় । দুজন ট্রাকচালককে আজকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পাঠানো হয় । দীর্ঘদিন ধরে বালি মাফিয়ারা রাতের অন্ধকারে লরি ভর্তি বালি চোরাই পথে নিয়ে যাওয়ার খবর পুলিশের কাছে ছিল তাই আজ ভোররাতে শান্তাশ্রম থেকে এই দুটি লরি কে আটক করে ইন্দাস থানার পুলিশ ।