সঞ্জীব মল্লিক , বাঁকুড়া : দীর্ঘদিন যাবৎ কচুরিপানা আর আগাছায় ঢেকে থাকা যমুনা বাঁধ পরিষ্কার করতে জলে নেমে পড়লেন স্বয়ং মহকুমাশাসক । জলে নামলেন শহরের বহু ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংস্থাও ।বিষ্ণুপুর শহরটির একদা "প্রতিরক্ষা বাঁধ" এই যমুনা বাঁধ শহরবাসীর এক বড় অংশের মানুষের স্নান ক্রিত্যাদিসহ মৎস্য চাষ ও সেচের কাজে লাগতো ।সময়ের সাথে সাথে বাঁধটিরএকটা বড় অংশই বুঁজে গেছে । যেটুকু আছে সেটুকু ও ব্যবহারের অযোগ্য হয়ে উঠছিল । ইতিপূর্বে প্রশাসন বাঁধটির বর্তমান মালিকদের জন্য নির্দেশ জারি করেছিল জলাশয়টি পরিষ্কার করার জন্য।কিন্তু মালিকপক্ষ অক্ষমতা প্রকাশ করায় এদিন প্রশাসনই এগিয়ে এল । হাতে হাতে সংস্কারের সাথে সাথে যন্ত্রেরও ব্যবহার হলো । খুবই খুশি শহরের মানুষ । তাদের দাবি পরিবেশ রক্ষার পাশাপাশি ঐতিহ্যবাহী সব জলাশয় গুলির পানা সংস্কার করে শহরের মানুষের স্নান, মৎস্য চাষ,সাঁতার, পর্যটনের স্বাচ্ছন্দ ফিরিয়ে আনা হোক ।মহকুমা শাসক মানস মন্ডল বঙ্গের খবরকে জানালেন প্রশাসন একে একে সবগুলো বাঁধেরই সংস্কারে হাত লাগাবে ।
সঞ্জীব মল্লিক , বাঁকুড়া : দীর্ঘদিন যাবৎ কচুরিপানা আর আগাছায় ঢেকে থাকা যমুনা বাঁধ পরিষ্কার করতে জলে নেমে পড়লেন স্বয়ং মহকুমাশাসক । জলে নামলেন শহরের বহু ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংস্থাও ।বিষ্ণুপুর শহরটির একদা "প্রতিরক্ষা বাঁধ" এই যমুনা বাঁধ শহরবাসীর এক বড় অংশের মানুষের স্নান ক্রিত্যাদিসহ মৎস্য চাষ ও সেচের কাজে লাগতো ।সময়ের সাথে সাথে বাঁধটিরএকটা বড় অংশই বুঁজে গেছে । যেটুকু আছে সেটুকু ও ব্যবহারের অযোগ্য হয়ে উঠছিল । ইতিপূর্বে প্রশাসন বাঁধটির বর্তমান মালিকদের জন্য নির্দেশ জারি করেছিল জলাশয়টি পরিষ্কার করার জন্য।কিন্তু মালিকপক্ষ অক্ষমতা প্রকাশ করায় এদিন প্রশাসনই এগিয়ে এল । হাতে হাতে সংস্কারের সাথে সাথে যন্ত্রেরও ব্যবহার হলো । খুবই খুশি শহরের মানুষ । তাদের দাবি পরিবেশ রক্ষার পাশাপাশি ঐতিহ্যবাহী সব জলাশয় গুলির পানা সংস্কার করে শহরের মানুষের স্নান, মৎস্য চাষ,সাঁতার, পর্যটনের স্বাচ্ছন্দ ফিরিয়ে আনা হোক ।মহকুমা শাসক মানস মন্ডল বঙ্গের খবরকে জানালেন প্রশাসন একে একে সবগুলো বাঁধেরই সংস্কারে হাত লাগাবে ।