পশ্চিম মেদিনীপুর: এবার বিজেপির জেলা সহ সভাপতির নামে বোমাবাজির অভিযোগ,ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার চন্দ্রকোনা রোডে,স্থানীয় বাসিন্দা দিলীপ চ্যাটার্জির বাড়িতে গতকাল রাতে মুড়ি মুড়কির মতো বোমা ছুড়তে থাকে,বোমাবাজির অভিযোগ বিজেপির সহ সভাপতি রাজীব কুণ্ডুর বিরুদ্ধে,দিলীপ চ্যাটার্জির অভিযোগ লোকসভা ভোটে বিজেপি ভাল ফল করার পর তার কাছে এক লাখ টাকা নেয়ার চাপ প্রয়োগ করে বিজেপির জেলা সহ সভাপতি রাজীব কুণ্ডু,এরপর গতকাল সকাল নাগাদ তার রাস্তা আটকায় এবং তাঁকে এক দোকানের পাশে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে ও ও তার পকেট থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেয় এমনই অভিযোগ করেন দিলীপ চ্যাটার্জি,এরপর দিলীপবাবু চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে অভিযোগ জানায়,পাল্টা অভিযোগ জানায় বিজেপির জেলা সভাপতি রাজীব কুণ্ডু,এর পরেই গত কাল রাত্রে এই ঘটনা ঘটে,দিলীপবাবুর বক্তব্য রাজীববাবু তাঁর কারখানা জ্বালিয়ে দেওয়ারও হুঙ্কার দেন,এখন আমরা প্রচুর আতঙ্কিত,ইতিমধ্যেই সমস্ত ঘটনার কথা চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে জানানো হয়েছে,অন্য দিকে দিলীপবাবুর স্ত্রী তনুশ্রী চ্যাটার্জি জানান আমার বাড়িতে আমার স্বামী ছাড়া কোনও বয়স্ক পুরুষ মানুষ নেই ফলে বাচ্চাদের নিয়ে একাই থাকতে হয়,এই ঘটনার পর প্রচুর আতঙ্কিত রয়েছি,যদিও পুরো ঘটনা অস্বীকার করেছে বিজেপি জেলা সভাপতি রাজীব কুণ্ডু তাঁর পাল্টা বক্তব্য এই ঘটনা তৃণমূল বা অন্য কোনো দলের দুর্বুদ্ধিতে এই সব ঘটনাগুলো এলাকায় ঘটছে বিজেপির বদনাম করার জন্য,নিজেদের মধ্যে সুসম্পর্ক নষ্ট করার জন্য এই সমস্ত দুর্বুদ্ধি মূলক ঘটনাগুলি ঘটছে,এই সব ঘটনা আমরা উভয় পক্ষ মিলে তদন্ত করব,ইতিমধ্যে দলের একাংশ নেমেছে এই সব ঘটনার তদন্ত করতে,খুব শীঘ্রই এই ধোঁয়াশা মুক্ত হবে এমনই বক্তব্য দেন বিজেপির জেলা সহ সভাপতি রাজীব কুণ্ডু, যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ
পশ্চিম মেদিনীপুর: এবার বিজেপির জেলা সহ সভাপতির নামে বোমাবাজির অভিযোগ,ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার চন্দ্রকোনা রোডে,স্থানীয় বাসিন্দা দিলীপ চ্যাটার্জির বাড়িতে গতকাল রাতে মুড়ি মুড়কির মতো বোমা ছুড়তে থাকে,বোমাবাজির অভিযোগ বিজেপির সহ সভাপতি রাজীব কুণ্ডুর বিরুদ্ধে,দিলীপ চ্যাটার্জির অভিযোগ লোকসভা ভোটে বিজেপি ভাল ফল করার পর তার কাছে এক লাখ টাকা নেয়ার চাপ প্রয়োগ করে বিজেপির জেলা সহ সভাপতি রাজীব কুণ্ডু,এরপর গতকাল সকাল নাগাদ তার রাস্তা আটকায় এবং তাঁকে এক দোকানের পাশে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে ও ও তার পকেট থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেয় এমনই অভিযোগ করেন দিলীপ চ্যাটার্জি,এরপর দিলীপবাবু চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে অভিযোগ জানায়,পাল্টা অভিযোগ জানায় বিজেপির জেলা সভাপতি রাজীব কুণ্ডু,এর পরেই গত কাল রাত্রে এই ঘটনা ঘটে,দিলীপবাবুর বক্তব্য রাজীববাবু তাঁর কারখানা জ্বালিয়ে দেওয়ারও হুঙ্কার দেন,এখন আমরা প্রচুর আতঙ্কিত,ইতিমধ্যেই সমস্ত ঘটনার কথা চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে জানানো হয়েছে,অন্য দিকে দিলীপবাবুর স্ত্রী তনুশ্রী চ্যাটার্জি জানান আমার বাড়িতে আমার স্বামী ছাড়া কোনও বয়স্ক পুরুষ মানুষ নেই ফলে বাচ্চাদের নিয়ে একাই থাকতে হয়,এই ঘটনার পর প্রচুর আতঙ্কিত রয়েছি,যদিও পুরো ঘটনা অস্বীকার করেছে বিজেপি জেলা সভাপতি রাজীব কুণ্ডু তাঁর পাল্টা বক্তব্য এই ঘটনা তৃণমূল বা অন্য কোনো দলের দুর্বুদ্ধিতে এই সব ঘটনাগুলো এলাকায় ঘটছে বিজেপির বদনাম করার জন্য,নিজেদের মধ্যে সুসম্পর্ক নষ্ট করার জন্য এই সমস্ত দুর্বুদ্ধি মূলক ঘটনাগুলি ঘটছে,এই সব ঘটনা আমরা উভয় পক্ষ মিলে তদন্ত করব,ইতিমধ্যে দলের একাংশ নেমেছে এই সব ঘটনার তদন্ত করতে,খুব শীঘ্রই এই ধোঁয়াশা মুক্ত হবে এমনই বক্তব্য দেন বিজেপির জেলা সহ সভাপতি রাজীব কুণ্ডু, যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ