গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ ১৯৪২ সালে আজকের দিনে অর্থাৎ জাতির জনক মহাত্মা গান্ধী ডাক দিয়েছিলেন ইংরেজ ভারত ছাড়ো।সেই ৯ আগষ্টকে সামনে রেখে আজ কাটোয়া ২ নং ব্লকের জগদানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি ডাক দিল বিজেপি ভারত ছাড়ো।
বিজেপি সাম্প্রদায়িকতা,কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে বঞ্চনা, ধর্মের ভিত্তিতে বিভাজনের চেষ্টা ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের প্রতিবাদে ও অস্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৯ আগষ্ট বি জে পি ভারত ছাড়ো এই শ্লোগানকে সামনে রেখে কাটোয়া ২ নং ব্লকের জগদানন্দপুর অঞ্চল তৃনমূল কংগ্রেস কমিটির ডাকে এক বিশাল সাইকেল মিছিল অনুষ্ঠিত হয়।সাইকেল মিছিলটি মুস্থূলীর পাঁচবেড়িয়া হাটতলা থেকে শুরু হয়। আমডাঙ্গা, একডেলা, জগদানন্দপুর, আখড়া,নওয়াপাড়া সহ বিভিন্ন গ্রামের মধ্য দিয়ে গিয়ে ইসলামপুরে শেষ হয়।জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল সহ প্রচুর তৃণমূল কর্মী,সমর্থক উপস্থিত ছিলেন। জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল বলেন,১৯৪২ সালে আজকের দিনে অর্থাৎ ৯ আগষ্ট জাতির জনক মহাত্মা গান্ধী ডাক দিয়েছিলেন ইংরেজ ভারত ছাড়ো।অনুরুপভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জাতপাতের ভেদা-ভেদকারী বিজেপি অপশাসনের বিরুদ্ধে আজ অর্থাৎ ৯ আগষ্ট তৃণমূল কংগ্রেসের আন্দোলন শুরু হয়েছে রাজ্যের প্রতিটি ব্লকের সাথে কাটোয়া ২ নং ব্লকেও।