গৌরনাথ চক্রবর্তী, পূর্ব বর্ধমানঃ স্বাধীনতা দিবসের প্রাক্কালে বর্ধমান সহযোদ্ধার পক্ষ থেকে অন্যান্য বছরের মত বুধবার সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হোল।সেই সঙ্গে রাখিবন্ধন হয় ।মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানান,সহযোদ্ধার সম্পাদক সোমনাথ ভট্টাচার্য্য।এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পুর্ব বর্ধমান রেলের পুলিশ আধিকারিক দীপেশ চ্যাটার্জ্জী সহ জিআরপি ,আরপিএফ ও বর্ধমান স্টেশনের সংশ্লিষ্ট অধিকারিক ও কর্মীরা।এ ছাড়াও এদিন উপস্থিত ছিলেন ,বর্ধমান সহযোদ্ধার সাংগঠনিক সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়,সুরজ প্রসাদ,এসকে রতন,সমাজসেবী যোগেশ্বর দাস বৈরাগ্য ।এদিনের এই সার্বিক কর্মসূচীকর শুভেচ্ছা জানিয়েছেন পূর্ব বর্ধমানের স্টেশন ম্যানেজার স্বপন অধিকারী ।
গৌরনাথ চক্রবর্তী, পূর্ব বর্ধমানঃ স্বাধীনতা দিবসের প্রাক্কালে বর্ধমান সহযোদ্ধার পক্ষ থেকে অন্যান্য বছরের মত বুধবার সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হোল।সেই সঙ্গে রাখিবন্ধন হয় ।মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানান,সহযোদ্ধার সম্পাদক সোমনাথ ভট্টাচার্য্য।এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পুর্ব বর্ধমান রেলের পুলিশ আধিকারিক দীপেশ চ্যাটার্জ্জী সহ জিআরপি ,আরপিএফ ও বর্ধমান স্টেশনের সংশ্লিষ্ট অধিকারিক ও কর্মীরা।এ ছাড়াও এদিন উপস্থিত ছিলেন ,বর্ধমান সহযোদ্ধার সাংগঠনিক সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়,সুরজ প্রসাদ,এসকে রতন,সমাজসেবী যোগেশ্বর দাস বৈরাগ্য ।এদিনের এই সার্বিক কর্মসূচীকর শুভেচ্ছা জানিয়েছেন পূর্ব বর্ধমানের স্টেশন ম্যানেজার স্বপন অধিকারী ।