দেবব্রত চক্রবর্তী,নদিয়া: লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে এক দশম শ্রেণীর ছাত্রী। দিনের পর দিন লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল ছাত্রীর নিজের জ্যাঠামশাই বিরুদ্ধে । অভিযুক্তের নাম কানাই দেবনাথ বয়স ৬৫ বছর । এই ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে নবদ্বীপ থানার স্বরুপগঞ্জ পঞ্চায়েতের গাদিগাছা এলাকায়। শুক্রবার দুপুরে ধর্ষিতা ওই স্কুলছাত্রীর মা, নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন ছাত্রীর জ্যাঠামশাই কানাই দেবনাথের বিরুদ্ধে। ধর্ষিতা স্কুল ছাত্রীর পরিবারের তরফ থেকে জানা যায় সে বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। অভিযোগ পেয়ে নবদ্বীপ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও অভিযুক্ত কানাই দেবনাথ পলাতক বলে জানায় নবদ্বীপ থানার পুলিশ। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে এখনো অব্দি খবর।
দেবব্রত চক্রবর্তী,নদিয়া: লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে এক দশম শ্রেণীর ছাত্রী। দিনের পর দিন লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল ছাত্রীর নিজের জ্যাঠামশাই বিরুদ্ধে । অভিযুক্তের নাম কানাই দেবনাথ বয়স ৬৫ বছর । এই ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে নবদ্বীপ থানার স্বরুপগঞ্জ পঞ্চায়েতের গাদিগাছা এলাকায়। শুক্রবার দুপুরে ধর্ষিতা ওই স্কুলছাত্রীর মা, নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন ছাত্রীর জ্যাঠামশাই কানাই দেবনাথের বিরুদ্ধে। ধর্ষিতা স্কুল ছাত্রীর পরিবারের তরফ থেকে জানা যায় সে বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। অভিযোগ পেয়ে নবদ্বীপ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও অভিযুক্ত কানাই দেবনাথ পলাতক বলে জানায় নবদ্বীপ থানার পুলিশ। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে এখনো অব্দি খবর।