মালদহ : ৩৭০ এবং ৩৫-এ ধারা প্রত্যাহারের সমর্থনে মালদহ জেলা বিজেপি আজ সকাল ৯টায় মালদা শহরে বাইক মিছিল বার করলে নেতাজী মোড়ে ইংরেজবাজার থানার পুলিশ তা আটকে দেয়।জেলা পুলিশ এই বাইক মিছিল করার অনুমতি দেয়নি। বিজেপির মিছিলের নেতৃত্ব দেন বিজেপির মালদা উত্তরের সাংসদ খগেন মুর্ম্মু এবং জেলা বিজেপির সভাপতি গোবিন্দ মন্ডল। সকাল বেলা এই মিছিল আটকে দেওয়ার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। ডিএসপি বিপুল মজুমদার বলেন পুলিশ অনুমতি দেয়নি এই মিছিলের তাই আটকে দেওয়া হয়েছে। বিজেপি পক্ষ থেকে বলা হয়েছে ইংরেজবাজার থানাতে আগাম জানিয়ে এই বাইক মিছিল করা হচ্ছে। অন্যায় ভাবে পুলিশ তাদের মিছিল আটকেছে। শেষ পর্যন্ত সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ পুলিশ ব্যারিকেড সরিয়ে নিলে বিজেপি আবার মিছিল করে ফোয়ারা মোড়ে গিয়ে মিছিল শেষ করে।
মালদহ : ৩৭০ এবং ৩৫-এ ধারা প্রত্যাহারের সমর্থনে মালদহ জেলা বিজেপি আজ সকাল ৯টায় মালদা শহরে বাইক মিছিল বার করলে নেতাজী মোড়ে ইংরেজবাজার থানার পুলিশ তা আটকে দেয়।জেলা পুলিশ এই বাইক মিছিল করার অনুমতি দেয়নি। বিজেপির মিছিলের নেতৃত্ব দেন বিজেপির মালদা উত্তরের সাংসদ খগেন মুর্ম্মু এবং জেলা বিজেপির সভাপতি গোবিন্দ মন্ডল। সকাল বেলা এই মিছিল আটকে দেওয়ার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। ডিএসপি বিপুল মজুমদার বলেন পুলিশ অনুমতি দেয়নি এই মিছিলের তাই আটকে দেওয়া হয়েছে। বিজেপি পক্ষ থেকে বলা হয়েছে ইংরেজবাজার থানাতে আগাম জানিয়ে এই বাইক মিছিল করা হচ্ছে। অন্যায় ভাবে পুলিশ তাদের মিছিল আটকেছে। শেষ পর্যন্ত সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ পুলিশ ব্যারিকেড সরিয়ে নিলে বিজেপি আবার মিছিল করে ফোয়ারা মোড়ে গিয়ে মিছিল শেষ করে।