নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ ১৮ আগস্ট-- ছাত্র-ছাত্রীদের শিক্ষার গুনগত মান উন্নয়নে আবার আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের অবসরপ্রাপ্ত শিক্ষক তপন কুমার ঘোষ | রবিবার সিজনা-উজনা পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি ষাট হাজার টাকার চেক তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক বীরবল মন্ডলের হাতে | এই অনুষ্ঠানে অন্যান্য গুণীজনদের সাথে উপস্থিত ছিলেন-- মন্তেশ্বর ব্লকের বিডিও বিপ্লব দত্ত | অবসর প্রাপ্ত নিঃসন্তান শিক্ষক তপন কুমার ঘোষ কয়েক বছর আগে এই স্কুল থেকেই অবসর নেন | বর্তমানে স্কুলের পরিচালন কমিটির সভাপতি তপনকুমার ঘোষের দান করা অর্থে এই স্কুলের প্রজেক্ট রুমের আসবাবপত্র ক্রয় করা হবে | তপনবাবুর এই অর্থদানই প্রথম নয়, ইতিপূর্বে কয়েক দফায় এই স্কুলকে নগদ প্রায় দশ লক্ষ টাকা এবং খেলার মাঠের জন্য দুই বিঘা জমি দান করেছেন | স্কুলকেই নয়, বহু গরিব মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন | তাঁর একটাই লক্ষ্য সন্তান সম ছাত্র-ছাত্রীদের শিক্ষায় অগ্রগতি ঘটানো | পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো |
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ ১৮ আগস্ট-- ছাত্র-ছাত্রীদের শিক্ষার গুনগত মান উন্নয়নে আবার আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের অবসরপ্রাপ্ত শিক্ষক তপন কুমার ঘোষ | রবিবার সিজনা-উজনা পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি ষাট হাজার টাকার চেক তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক বীরবল মন্ডলের হাতে | এই অনুষ্ঠানে অন্যান্য গুণীজনদের সাথে উপস্থিত ছিলেন-- মন্তেশ্বর ব্লকের বিডিও বিপ্লব দত্ত | অবসর প্রাপ্ত নিঃসন্তান শিক্ষক তপন কুমার ঘোষ কয়েক বছর আগে এই স্কুল থেকেই অবসর নেন | বর্তমানে স্কুলের পরিচালন কমিটির সভাপতি তপনকুমার ঘোষের দান করা অর্থে এই স্কুলের প্রজেক্ট রুমের আসবাবপত্র ক্রয় করা হবে | তপনবাবুর এই অর্থদানই প্রথম নয়, ইতিপূর্বে কয়েক দফায় এই স্কুলকে নগদ প্রায় দশ লক্ষ টাকা এবং খেলার মাঠের জন্য দুই বিঘা জমি দান করেছেন | স্কুলকেই নয়, বহু গরিব মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন | তাঁর একটাই লক্ষ্য সন্তান সম ছাত্র-ছাত্রীদের শিক্ষায় অগ্রগতি ঘটানো | পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো |